গাজী জাহিদুর রহমান,তালাঃ তালার কপোতাক্ষ নদের টিআরএম’র দুর্বল বাঁধ জোয়ার পানির চাপে ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জোয়ারের তোড়ে স্থানীয় গুচ্ছগ্রামের ৪৫টি বাড়ি, মসজিদ, মন্দিরসহ এলাকার শতাধিক বাড়ি প্লাবিত হয়েছে। পানিতে ভেঁসে গেছে মাছের ঘের, পুকুর ও নিম্নাঞ্চল। বাড়িগুলোর উঠোন, টিউবওয়েল ও টয়লেট প্লাবিত হওয়ায় সেখানকার মানুষগুলো বিপাকে পড়েছে। যে কোন সময় পানি প্রবেশ করে নতুন করে প্লাবিত হবার আশংকা করছে মাদরা, দোহার, গলাভাঙ্গা এলাকার লোকজন। এদিকে শুক্রবার বিকালে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, প্রলয়ংকারী ঘূর্ণীঝড় আম্পানের আঘাতে কপোতাক্ষ নদের টিআরএম প্রকল্পের বাঁধ ৭টি স্থানে ভেঙ্গে যায়। ভেঙ্গে যাওয়া ওই বাঁধ দিয়ে কপোতাক্ষ নদের পানি মাদরা গ্রামে প্রবেশ করে। তবে, বাঁধ সংলগ্নের মাধবখালী খাল দিয়ে সেই পানি শালিখা নদী দিয়ে কপোতাক্ষ নদে নিস্কাশিত হওয়ায় সেসময় এলাকা প্লাবিত হয়নি। কিন্তু কপোতাক্ষ নদে জোয়ার পানি বৃদ্ধি পেলে পানির চাপে মাধবখালী খাল উপচে এবং টিআরএম’র দুর্বল বাঁধ নতুন করে ভেঙ্গে পানি প্রবেশ করে শতাধিক বাড়ি প্লাবিত হয়। এদিকে বাঁধ ভাঙ্গার এক সপ্তাহ পর স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক এস. এম. মোস্তফা কামাল ও তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
স্থানীয় ভুক্তভোগী মোঃ মামুন হোসেন, নিহার মন্ডল, গোলাম রাব্বানী, মিঠুন চক্রবর্ত্তীসহ অনেকেই জানান, কপোতাক্ষ নদ খনন প্রকল্পের টিআরএম বেড়িবাঁধ ভাঙ্গার ১৫দিন পার হলেও বাঁধ মেরামতের কার্যকর কোনও ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। যে কারণে গ্রামবাসীর আশংকা সত্য হলো। ভরাকটালের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে কপোতাক্ষের পানি মাধবখালী খাল উপচে’ লোকালয়ে প্রবেশ করেছে। এতে স্থানিয় গুচ্ছগ্রামের ৪৫টি বাড়িসহ গলাভাঙ্গার ১টি মসজিদ, মাদরা গ্রামের একটি মন্দিরসহ শতাধিক বাড়ি প্লাবিত হয়।
তারা আরও জানান, কপোতাক্ষ নদের জোয়ারের পানির চাপে দুর্বল হয়ে যাওয়া টিআরএম’র বাঁধের অন্য অংশ যে কোনও সময় ভেঙ্গে যাবার আশংকায় নির্ঘুম রাত কাটাচ্ছে বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দারা। দ্রুত বাঁধটি সংস্কারের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহীদুল ইসলাম জানান, টিআরএম এলাকার বাঁধ সংস্কারে প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের জন্য ইতিমধ্যে বাজেট অনুমোদন হয়েছে। শীঘ্রই বাঁধের সংস্কার কাজ শুরু হবে।

