তালা প্রতিনিধি: “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি ” এই প্রতিপাদ্য সামনে রেখে তালা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার তালা মৎস্য অফিসের সামনে থেকে ব্যানার, ফেস্টুন, লিফলেট ও মাইকিং এর মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে বুধবার (২২ জুলাই) উপজেলার ইসলামকাটী ইউনিয়নের সুজনশাহা গ্রামে প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়। তালা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সত্যজিৎ সানা, ক্ষেত্র সহকারী মোঃ রফিজ উদ্দীন সরদারসহ মৎস্য চাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। আগামী ২৭ জুলাই পর্যন্ত এই মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন এবং জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সপ্তাহ ব্যাপি উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *