তালা প্রতিনিধি : “মুমূর্ষ রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে“ এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে র্যালী, আলোচনা সভা ও কেক কেটে ৩য় বর্ষপূর্তী উদযাপন করা হয়। দিনটি উপলক্ষ্যে রবিবার (১০ অক্টোবর) সকালে তালা উপ-শহরে র্যালি শেষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউপি চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু,জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে তালা ব্লাড ব্যাংকের এডমিন প্যানেলসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

