তালা প্রতিনিধি : মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তালা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে ডেইরী ভ্যালুচেইন ও সাপ্লাইচেইন শীর্ষক এক সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়। পিকেএসএফ এর অর্থায়নে উন্নয়ন প্রচেষ্টা কর্তৃক বাস্তবায়িত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক সেখ ইয়াকুব আলী। উন্নয়ন প্রচেষ্টার এসইপি ডেইরী ফার্ম প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি ও সংস্থার সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান। এ সময় ডেইরী মার্কেট উন্নয়নে করণীয় বিষয়াবলি তুলে ধরেন তালা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ্বাস এবং ডেইরি ভ্যালু চেইন ও সাপ্লাই চেইন সম্পর্কিত বিশদ উপস্থাপনা করেন উন্নয়ন প্রচেষ্টার পরিবেশ কর্মকর্তা মোঃ ইরফান। কর্মশালায় গাভী পালনকারী, গোয়ালা, মিল্ক প্রসেসর ও ডেইরী মেডিসিন কোম্পানীর ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *