সমাজের আলোঃ সাতক্ষীরার তালায় মটরসাইকেলের ধাক্কায় ভগিরত মালো (৪২) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ত্রিশমাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভগিরত মালো নগরঘাটার নিমতলা গ্রামের খগেন মালোর ছেলে।
স্থানীয়রা জানান, ভগিরত একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী। শুক্রবার সকালে বাইসাইকেল চড়ে বিনেরপোতা বাজোরে মাছ কেনার জন্য যাচ্ছিলেন তিনি। এ সময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল মোড় পার হবার সময় পাটকেলঘাটাগামী একটি দ্রুত গতির মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মটরসাইকেল চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
