তালা প্রতিনিধি : “তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালার উপজেলার মাগুরা ব্লাড ফাউন্ডেশনের উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা তালা প্রেসক্লাবের সভাপতি, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মাগুরা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি দিবাকর দে সোম, সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক আছাদুল শেখ, কোষাধ্যক্ষ গোলক দেবনাথ, প্রচার সম্পাদক দিবাশীষ সরকারসহ সংগঠনটির অনন্য নেতৃবৃন্দ। এ সময় সংগঠনটির সভাপতি দিবাকর দে সোম বলেন, মাগুরা ব্লাড ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন। আজ আনুষ্ঠানিকভাবে সংগঠনির আত্মপ্রকাশ পেল। আমরা চেষ্টা করবো মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করতে। পাশাপাশি চেষ্টা করবো সকল সামাজিক কাজে অংশগ্রহণ করতে।

