তালা প্রতিনিধি : তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী এলাকায় ঈদের রাতে হঠাৎ ১০ মিনিটের ঘুর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে তালা বিএম কলেজসহ আশপাশের ৮টি বাড়ি।
তালা ট্যেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলাম জানান, হঠাৎ রাতের ঘুর্ণিঝড়ে কলেজের টিনের চাল উড়ে গেছে। কম্পিউটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে গেছে। উক্ত ঝড়ে কলেজের বেশ ক্ষতিসাধন হয়েছে।
খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ ঘুর্ণিঝড়ে তালা বিএম কলেজের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। কলেজের টিনের চাল উড়ে গিয়ে কম্পিউটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ পত্র নষ্ট হয়ে গেছে। এ সময় ঐ এলাকার ৭/৮টি বাড়ি ক্ষতিসাধন হয়েছে।
গোনালী গ্রামের সবুর মোড়ল জানান, ঈদের রাতে হঠাৎ ঘুর্ণিঝড়ে তার ঘরের চাল উড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় আশপাশের আরও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
