তালা প্রতিনিধি ঃ তালা উপজেলার পল্লীতে সেলিনা আক্তার (২০) নামের এক কিশোরী গত ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মৃতঃ বাকের শেখের কন্যা। এ ঘটনায় রবিবার (১৮ই ফেব্রুয়ারি) থানায় একটি সাধারণ ডায়েরী করেছেননিখোঁজ সেলিনা আক্তারের মা মোমেনা বেগম।
সেলিনা আক্তারের মা জানান যে, মেয়েটি মানসিক ভারসাম্যহীন। গত ১৫ ফেব্রুয়ারি সকাল হতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বচজনসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, ফর্সা বর্ণ ও গোলাকার মুখের সেলিনা আক্তারের উচ্চতা প্রায় ৫ ফুট।বাড়ি থেকে বের হবার সময় মেয়েটির পরনে ছিল মেটে রঙের থ্রিপিস। মেয়েটিকে খুঁজে পেতে মা মোমেনা বেগম পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। মেয়েটির খোঁজ পেলে ০১৭৯২-২১৪৯৩২ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য আকুতি জানিয়েছেন তার মা।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, মেয়েটি মানসিক ভারসাম্যহীন। এবিষয়ে আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং সব জায়গায় ম্যাসেজ পাঠিয়েছি।

