তালা প্রতিনিধি ঃ তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামে মোঃ সবুর মোড়ল নামের এক ব্যক্তির রেকর্ডীয় জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে একদল দুবৃর্ত্ত। এ ঘটনায় অসহায় সবুর মোড়ল তালা থানায় অভিযোগ করেছেন। তিনি দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেতে তালা থানার ওসিসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগে বালিয়া গ্রামের মৃতঃ ওয়াজেত আলীর পুত্র ভুক্তভোগি মোঃ সবুর মোড়ল (৫৮) জানান, তালা উপজেলার তেঘরিয়া মৌজার জেএল নং ৮১, দাগ নং ১০১৩ ও ১০০৮ , ডিপি ১২৬৬ খতিয়ানের ২৭ শতক জমি খরিদ সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ভোগদখল করে আসছেন। হঠাৎ শনিবার (২৩ এপ্রিল) সকালে একই এলাকার কাছের আলী মোড়ল ও তার পুত্র ইসমাইল মোড়ল গং উক্ত জমি দখলের পায়তারা করে। এ সময় বাধা দিতে গেলে তারা মারগে উদ্যত হয় ও হুমকি ধামকি দেয়। নিরুপায় হয়ে তিনি তালা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে এ ব্যাপারে কাছের আলী কিংবা তার পুত্র ইসমাইল মোড়লের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

