সমাজের আলোঃ চুল বিক্রি করে সে যে অর্থ পেয়েছিলেন তা দিয়ে হয়তো একটি বড় শহরে মাঝারি মানের একটি রেস্তোরায় দুপুরের খাবার কেনা সম্ভব। কিন্তু তার গ্রামে সে সেই অর্থ দিয়ে বেশ কিছু জিনিস কিনতে পেরেছিলো। “আমার তিন সন্তানের জন্য ২০ রুপি করে আমি তিন প্যাকেট ভাত কিনি,” সে বলে। সে তার সন্তানদের সাথে ভাগাভাগি করে সেই খাবার খেয়েছিলো কিন্তু এটা ছিল ক্ষণিকের আনন্দ মাত্র।
প্রেমা জানতো যে সে তার শেষ উপায় ব্যবহার করে ফেলেছে এবং পরের বেলা সে কিভাবে তার পরিবারকে খেতে দেবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে।
বছরের পর বছর ধরে সে তার স্বামীর সাথে একটি ইটের ভাঁটায় কাজ করতো এবং বেঁচে থাকার মতো পর্যাপ্ত অর্থ আয় করতো তারা।
তার স্বামী নিজের ইটের ভাটা শুরু করার জন্য ঋণ নেয়, কিন্তু সেই পরিকল্পনা কখনোই বাস্তবায়ন হয়নি এবং এর পরিবর্তে হতাশা ভর করেছিল।
সে কখনোই পর্যাপ্ত অর্থ জোগাড় করতে পারেনি এবং সে মরিয়া হয়ে গিয়েছিল। সাত মাস আগে সে আত্মহত্যা করে।
চুল বিক্রির পর এবং আর কোন উপায় না থাকায়, প্রেমাও তার স্বামীর মতো একই পথ অনুসরণ করতে চেয়েছিল।

