সোহরাব হোসেন সবুজ, নলতাঃ কালিগঞ্জের তারালী ইউনিয়নের তেতুলিয়াতে এক পরিবারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এই হামলার ঘটনায় একজন অন্ত:সত্বা নারী সহ তিনজন আহত অবস্থায় উপজেলা সরকারি হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ৮ টার দিকে তেতুলিয়ায় এ ঘটনা ঘটে। হামলার সাথে জড়িত ৬জনকে আসামী করে শনিবার রাতে কালিগঞ্জ থানায় মামলা হয়েছে বলে জানা যায়। মামলা নং-১৮।

মামলার এজাহার সূত্রে ও সরেজমিনে জানা যায়, খালের গেট দিয়ে মৎস্য ঘেরের পানি ওঠানোকে কেন্দ্র করে স্থানীয় আ.লীগ সভাপতি আব্দুস সালাম ও তার ভাই মেম্বর বাবলু কারিগর গংদের সাথে দিলীপ অধিকারীর (৫৩) সাথে মনোমালিন্য চলে আসে। এর জের ধরে গতকাল বাবলু কারিগররা ৫/৬ভাই দিলীপ অধিকারীকে তার বাড়ী থেকে মারতে মারতে তুলে নিয়ে আসে সালাম গংদের বাড়ীতে। (ভিডিও ফুটেজ সংরক্ষিত)। দিলিপকে ধরে নিয়ে আসার সময় তার অন্তঃসত্বা স্ত্রী বাসন্তী অধিকারী বাধা দিলে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয় এবং তাকে শ্লীলতাহানী ঘটানো হয়। এতে সে রক্তক্ষরণ হয়ে আহত হয়। দিলিপ অধিকারীর অপর ভাই গৌর অধিকারী তাকে ঠেকাতে এলে তাকে এলোপাতাড়ী মেরে আহত করা হয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে। দিলিপ অধিকারীকে বাবলু গংদের বাড়ীতে ধরে নিয়ে তাকে হাতুড়ী পেটা করা হয় এবং কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অর্থাৎ সালাম গংদের বাড়ী থেকে আহত অবস্থায় দিলিপ অধিকারীকে উদ্ধার করে বলে জানা যায়। মামরার বাদী দিলীপের পরিবারের অভিযোগ, তাদেরকে সপরিবারে দেশ ত্যাগে বাধ্য করতে বাবলু গংরা দীর্ঘদিন চক্রান্ত করে আসছে অভিযোগ তুলেছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *