ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা : সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দামোদরকাটি গ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে দামোদরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রা ও সন্ধ্যায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করে দামোদরকাটি ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ।
দামোদরকাটি ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ আসলাম আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম, সৈনিকলীগ নেতা শেখ জাহিদ ফারুক, যুবলীগের রাসেল হোসেন, পল্টু, আশিক, বিপ্লব, আমিন, আরমান, আব্দুল্লাহ, আলী হোসেন, মহীলা লীগের রোজিনা, মমতাজ, রিজিয়া খাতুন কোমলমতি শিশুসহ শিক্ষক-শিক্ষার্থী, দলীয় আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এছাড়াও একই সাথে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন দামোদরকাটি শেখ পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ সাইফুদ্দিন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *