সাতক্ষীরা প্রতিনিধি: বাজারে কাঁচামরিচের মূল্য বৃদ্ধি এবং দুই মন ধানে এক কেজি ইলিশ মাছ কিনতে হচ্ছে এই সময়ে এমন ভিডিও ধারন করে ভাইরাল করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা সবুজ সরদারের বিরেুদ্ধে। শনিবার সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন যুবলীগের যুগ্মআহবায়ক আব্দুল আজিজ এর উপস্থিতিতে এমন ভিডিও করে নিজের ফেসবুকে প্রচার করেছেন যুবলীগ নেতা ইউপি সদস্য সবুজ সরদার। মূহুর্তে তা ভাইরাল হয়ে যায়। মলমপার্টির গডফাদার লক্ষাধিক টাকার বিনিয়োগ করে খলিষখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হয়েছেন এমন অভিযোগ তৃনমূল নেতাকর্মীদের। ভিডিওটি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে যুবলীগ নেতা সবুজ সরদার বলছেন “বাজারে আইছিলাম কাঁচা বাজার করতে” কিšুÍ কি করব ভাই। কাঁচা ঝালের দাম শুনে তে মাথা নষ্ট! ছয়‘শ টাকা কেজি, মাথা নষ্ট! কিভাবে খাব? কি করব ভাই? শুধু কাঁচা সবজি কিনেছি। দু:খের বিষয়, এক কেজি গরুর মাংস কিনতে এক মন ধান বিক্রি করতে হচ্ছে বর্তমান বাংলাদেশে। কি করে খাব ভাই। আর এক কেজি ইলিশ যদি কিনতে যান, তাহলে দুই মন ধান বিক্রি করতে হচ্ছে। আমরা কোথায় আছি। দ্রব্যমূল্য এত পরিমান উর্দ্ধগতি। দাম বেড়েছে। আপনারা কি বলতে চান? এমন ভিডি ধারনের সময় পাশে থাকা খলিষখালী ইউনিয়ন যুবলীগের যুগ্মআহবায়ক আব্দুল আজিজ একমত পোষন করে বলেন, সমাজটা যাচ্ছে কোথায়? সেই দাম। সেই দাম? ভিডিওতে সবুজ সরদারকে বলতে দেখা গেছে বড় ভাই, আর পেয়াজ রসুন, জিরা? এক‘শ গ্রাম জিরার দাম এক‘শ ১০ টাকা। আমরা যারা অসহায় গরীব মানুষ আছি তারা কিভাবে সংসার চালাবে। রোজ দিনমুজর করলে তিন‘শ টাকা হয়। ৩০০ টাকা দিন মুজুর করে যখন কাঁচা বাজারে আসে তখন এক‘শ গ্রাম কাঁচা ঝাল কিনতে হয় ৬০ টাকায়। এক‘শ গ্রাম জিরা কিনতে হয় ১১০ টাকায়। তাহলে কিভাবে সংসার চলবে? আমরা সবাই বড় বড় লিক্সার দি।
যুবলীগের পদে থেকে দ্রব্যমূল্য নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষন্ন করতে এমন অপ্রচার চালান খলিষখালী ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সবুজ সরদার। এসময় ভিডিওতে দেখা যাচ্ছে পাশে দাড়িয়ে থেকে সকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার কাজে একমত পোষন করছেন যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ। ভিডিওতে দেখা যাচ্ছে পিছনে দাড়িয়ে আছেন যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন রনি।
এমন ভিডিও টি ধারন করা হয় শনিবার খলিষখালী কাঁচা বাজার থেকে। ভিডিও টি যুবলীগ নেতা সবুজ সরদারের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শনিবার রাতে আপলোড করা হয়। মূহুর্তে তা ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। পরে আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতার দৃষ্টিতে আসলে পুনরায় সজুব সরদার তার আইডি থেকে ভিডিওটি সরিয়ে নেন। কিন্ত ভিডিও সরিয়ে নেয়ার বিষয়ে তিনি তার ফেসবুকে আর কোন ব্যাখ্যা দেননি। এদিকে রোববার সকাল হতে না হতে খলিষখালীসহ তালা উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাতক্ষীরা(তালা-কলারোয়া)-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মো:রফিকুল ইসলামের দৃষ্টিতে আসলে তিনি জানান, বিষয়টি দেখে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
খলিষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সমীর দাশ জানান, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এমন ভিডিও ধারন করে প্রচারনা করা হচ্ছে। একজন যুবলীগ নেতা হয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করা ঠিক হয়নি।
স্থানীয়রা জানান, সবুজ সরদার মলমপার্টির গডফাদার। একবছর আগে খুলনার চুকনগরে মলম লাগিয়ে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই করার সময় জনতার হাতে আটক হয় সবুজ সরদার। এসময় গনপিটুনির পর ডুমুরিয়া পুলিশ উদ্ধার করে তাকে খুলনা জেল হাজতে পাঠায়। এছাড়া সাতক্ষীরা র্যাবের হাতে আটক হয়ে দীর্ঘদিন জেল হাজতে ছিল সবুজ সরদার। তার বিরুদ্ধে ৫/৬ মামলা রয়েছে।
