সমাজের আলোঃ মাগুরা সদরে জাহান প্রাইভেট ক্লিনিকে অপারেশনের মাধ্যমে দুই মাথাওয়ালা কন্যা সন্তানের জন্ম হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারী) মাগুরা সদরের জগদল গ্রামের পলাশের শেখের স্ত্রী সোনালি বেগম এর গর্ভে উক্ত কন্যা সন্তানের জন্ম হয়। মাথা দুইটি হলেও বাচ্চাটির দুটি হাত দুই পা এবং প্রসাব পায়খানার পথ একটি। জন্মের সময় বাচ্চা টি স্বাভাবিক কান্নাকাটি ও প্রস্রাব পায়খানা করেছে। মাগুরা জাহান ক্লিনিকের ডাক্তার মাসুদুল হক রোগীর অস্ত্রপাচার সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমানে মা ও শিশু দু’জনই সুস্থ আছেন এবং মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
