সমাজের আলো : শেষ চুমুক কি দিতে পেরেছিল শিশুটি। অভিযান-১০ লঞ্চের ডেকে গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) সকালে গিয়ে পড়ে থাকতে দেখা গেছে শিশুর ফিডারটি। এ দৃশ্য দেখে নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। হয়তো দুধের ফিডারে শেষ চুমুক দেওয়ার আগেই পুড়ে কয়লা হয়ে গেছে শিশুটি। ডেক ঘুরে দেখতেই চোখে পড়ল হাতের চুড়ি। দুই সেট চুড়ির সাইজ অনুযায়ী এটা ৫ বছর বয়সী কোনো শিশুরই। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন স্থানে।এমন অসংখ্য শিশুর পুড়ে নিঃশেষ হওয়ার কথা বলছেন অভিযান-১০ লঞ্চে যাত্রীদের প্রথম উদ্ধারে যাওয়া বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা।
ঝালকাঠি লঞ্চঘাট এলাকার বাসিন্দা সফিউদ্দিন বলেন, আমরা তো সেই ভোর থেকে যাত্রীদের বাঁচাতে চেষ্টা করছিলাম। কতজনকে বাঁচাতে পেরেছি জানি না। তবে পুড়ে ছাই হয়েছেন বহু মানুষ। এর সঠিক হিসাব, আমি কেন, কেউ বলতে পারবে না।পোনাবালিয়া এলাকার বাসিন্দা অনিমেশ মণ্ডল বলেন, লঞ্চের ডেকে উইঠা অনেক লাশই দেখছি। অনেক জায়গায় মানুষের শরীরের নানা অংশ পোড়া অবস্থায় দেখেছি। কয়েক জায়গায় শিশুদের দুধের ফিডার, হাতের চুড়ি ও খেলনা পইড়া থাকতে দেখছি। তাদের চিহ্নও পাই নাই।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঝালকাঠি ইউনিটের মুখপাত্র রাজু হাওলাদার বলেন, এখন পর্যন্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০-লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝালকাঠিতে ৫১ জন নিখোঁজের তালিকা করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *