সমাজের আলো।। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রফিক স্থানীয় বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলিতে রবজেল ফরাজি ও ইউসুফ নামের দু’জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও পরিষ্কার নয়। তবে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুলির শব্দে স্থানীয়রা ছুটোছুটি শুরু করলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি।

