আশরাফুল ইসলাম : দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে জেলা আঃলীগের প্রয়াত সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহম্মেদের ১ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। ২ ফেব্রুয়ারী, ২২ ইং বুধবার বিকাল সাড়ে ৪ টায় পারুলিয়াস্থ ফেয়ার মিশনের স্কুল প্রাঙ্গনে উক্ত স্মরন সভা, আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আঃলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। সর্বজন শ্রদ্ধেয় মুনসুর আহম্মেদের ১ম মৃত্যুআর্ষিকীর আলোচনায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জেলা আঃলীগের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, মোহনা টিভির দেবহাটা প্রতিনিধি আর.কে.বাপ্পা, উপজেলা যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মুকুল ও দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম। সাংবাদিক রাজু আহম্মেদের সঞ্চালনায় এসময় বক্তারা জেলা আঃলীগের প্রয়াত সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহম্মেদের কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে তাকে একজন আদর্শবান জননন্দিত নেতা হিসেবে আখ্যা দেন। এছাড়া তার আদর্শকে স্মরন করে নেতা কর্মীদের উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান। শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্টিত হয়।
