সমাজের আলো: নভেল করোনাভাইরাস তথা কোভিড-১৯ বাংলাদেশ থেকে আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে নির্মূল করা সম্ভব নয়। এমনকি এই ভাইরাসটি নির্মূলে আরও বেশি সময় লাগতে পারে বলেও মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসে তিনি একথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, ‘বিশেষজ্ঞদের মতামত অনুসারে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে বাংলাদেশ থেকে করোনাভাইরাস নির্মূল করা সম্ভব নয়। বাংলাদেশ থেকে করোনাভাইরাস পুরোপুরি দূর করতে ২ থেকে ৩ বছর কিংবা আরও বেশি সময়ও লাগতে পারে।’

তবে নির্মূলে সময় লাগলেও দেশে কোভিড-১৯ সংক্রমণের হার ক্রমান্বয়ে কমে আসতে পারে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

বুধবার সকালে দেশের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি করতে ডিজি হেলথকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসম্পর্কে আলোকপাত করে আবুল কালাম আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এখন দীর্ঘ মেয়াদে করোনাভাইরাস মোকাবেলার মতো সক্ষমতা গড়ে তোলার কাজ করছি।’

‘সম্প্রতি ২ হাজার ডাক্তার ও ৫ হাজার নার্সকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও মেডিকেল টেকনোলজিস্টের নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই তাদের নিয়োগ দেওয়া হবে’-যোগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান।

দেশের প্রতিটি জেলায় করোনাভাইরাস পরীক্ষা নিশ্চিত করার জন্য আরটিপিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া উপজেলা পর্যায় পর্যন্ত করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যও রয়েছে।

এসব বিষয়ে আলোকপাত করে আবুল কালাম আজাদ বলেন, ‘প্রতিটি জেলার হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেও কাজ চলছে। জেলা পর্যায় পর্যন্ত সব সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন সম্প্রসারণ করা হচ্ছে।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *