সমাজের আলো : সদ্য পদত্যাগ করা তথ্য উপমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশে ফিরছেন। কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে ইমিগ্রেশন সার্ভিসের বাধায় ঢুকতে না পেরে ঢাকায় আসার প্রস্তুতি নিয়েছেন তিনি।প্রস্তুতি ঠিক থাকলে রোববার সকাল ৮টা ২০ মিনিটে সাবেক এই উপমন্ত্রী ঢাকায় পৌঁছাবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।তবে, ডা. মুরাদের বাংলাদেশে ফেরত আসা কিংবা তার অবস্থানের ব্যাপারে কিছুই জানেন না বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।বর্তমানে ডা. মুরাদ কোথায় আছেন, আনুষ্ঠানিকভাবে কোনো সূত্র তা নিশ্চিত করেনি

