সমাজের আলো ঃ জেলার তালা উপজেলার ০৩ নং সরুলিয়া ইউনিয়নের ছোট কাশিপুর গ্রামের স্থানীয় বাসিন্দা রফিকুল বিশ্বাস, বাবলু বিশ্বাস পাটকেলঘাটা বাজারের পেরিফেরীভুক্ত ৩৪১/১৬-১৭, ৩৪০/১৬-১৭, ২২৪/১৯-২০ ২২৩/১৯-২০, ২২৭/১৯-২০, ২২২/১৯-২০, ২২৮/১৯-২০, ২২৫/১৯-২০, ২২১/১৯-২০ দোকান ঘর সংস্কারের নাম করে ইজারা গ্রহণ করেছেন। প্রকৃতপক্ষে পেরিফেরীভূক্ত জমি বিলীন, সেখানে কোন প্রকার দোকান ঘর নাই। উক্ত ব্যক্তিদ্বয়, উক্ত সম্পত্তি হাতিয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পরিপেক্ষিতে ২০শে ফেব্রুয়ারি (রোববার) পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়নে পারকুমিরা গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ(৬৭) পিতা : মৃত তাজেম মোড়ল, তালা উপজেলা নির্বাহী অফিসার, প্রশান্ত কুমার বিশ্বাস বরাবর একটি লিখিত অভিযোগ দেন। তাৎক্ষণিক তালা উপজেলা নির্বাহী অফিসার পাটকেলঘাটা ভূমি অফিসের নাজির নুরুল আমিন কে সরুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কে সাথে নিয়ে ঘটনা টি দেখতে বলেন। পরবর্তী তে সরুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উক্ত ঘটনা স্থালে যেয়ে উক্ত কাজ বন্ধ করে দেন। তিনি বলেন তালা ইউ এন ও স্যার আমাকে বলেছেন তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন ততক্ষণ কাজ বন্ধ থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *