সমাজের আলো রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর হযরত আবু বকর সিদ্দীক (রঃ) ইসলামিয়া কামিলা মাদ্রাসায় শনিবার যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বর্ডির সেক্রেটারি মোঃ আব্দুল মান্নান ও গভর্নিং বর্ডির সদস্য মোঃ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম,মাওঃ মোঃ ওসমান গনি,মাওঃ মোঃ মনিরুল ইসলাম,প্রভাষক মোঃ ফরিদ উদ্দীন মাস্উদ, সহকারী শিক্ষক মোঃ শওকত আলী,সহকারী শিক্ষক মোঃ আহসান হাবীবসহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
