সমাজের আলো।। সাতক্ষীরায় নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির বিরুদ্ধে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মোঃ ইশতিয়াক আহমেদ অপু। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ঔষধ প্রশাসন কর্মকর্তা মোঃ বাশারাফ হোসেন।
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ তারিখে এই অভিযানে কদমতলা বাজারে মেসার্স মেহেদী ফার্মেসিতে নকল, ভেজাল, ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রির অভিযোগে ফার্মেসীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সবাই জানানো হয়
ফার্মাসিস্টের উপস্থিতি নিশ্চিত করতে হবে নকল ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।
প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না।
অ্যান্টিবায়োটিক বিক্রয় রেজিস্টার সংরক্ষণ করতে হবে।
সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ করতে হবে।
লাইসেন্সের শর্তাবলী কঠোরভাবে মানতে হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে যাতে সাধারণ জনগণ নিরাপদ ও মানসম্মত ঔষধ পেতে পারে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা ফার্মেসি পরিদর্শন করছেন, মেয়াদোত্তীর্ণ ও নকল ঔষধ জব্দ করছেন এবং মালিকদের সতর্ক করছেন।
