সমাজের আলোঃ নেপালি রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে সেটা ক্রমশ একটা ধাঁধা হয়ে উঠছে । আপাতত মনে করা হয়, ভারত বিরোধী হিসেবে পরিচিত হয়ে ওঠা প্রধানমন্ত্রী কেপি ওলি টিকে যাচ্ছেন। তবে এর নেপথ্যে চীনা দূতিয়ালি থাকতে পারে বলেই জল্পনা।
সর্বশেষ ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতের প্রায় একমাসের ব্যবধানে সাবধানে একটা বক্তব্য রেখেছেন। আর তাতেই ভারতের বিভিন্ন মহল ‘বরফ গলা’র আলামত পাচ্ছেন। তবে গত সপ্তাহান্তে বড় ঘটনা ঘটে গেছে নেপালেই।
ইতিহাসে এই প্রথম দক্ষিণ এশিয়ার কোনো রাজধানীতে নিযুক্ত রাষ্ট্রদূত অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের একটি টালমাটাল পরিস্থিতিতে ভারতের সমর্থনে প্রধানমন্ত্রীর দৌড়ে থাকা বিদ্রোহী নেতা মি. প্রচণ্ডের সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করেছেন। এটা ঘটে গত বৃহস্পতিবার। একই সময়ে নেপালে ভারতের বেসরকারি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
হিন্দুস্তান টাইমস বলেছে, প্রচণ্ড সাফ বলেছেন, প্রধানমন্ত্রী পদে ওলিকে সরিয়ে তাকে বসার সুযোগ দিলেই কেবল দল টিকবে। উত্তের চীনা রাষ্ট্রদূত বলেছেন, দলের ভাঙ্গন রোধই তাদের মূল লক্ষ্য।
কারণ দল ভেঙ্গে গেলে একুল ওকুল সবই যাবে।
নেপালে চীনা রাষ্ট্রদূতের লক্ষ্য তাই উত্তেজনা প্রশমিত করা। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ভাঙ্গন ঠেকানো।
বিরাট কৌতূহল
নেপালি ঘটনাবলী এই অঞ্চলের রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে বিরাট কৌতূহলের জন্ম দিয়েছে । ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেন, দুই দেশেরই কোন ফাঁদে পা দেয়া ঠিক হবে না । স্পষ্টতই এই ইঙ্গিত মার্কিনদের দিকে। মনে করা হয়, চীন চাপ কমাতে চাইলে দিল্লি সেটা নাকচ করবে না। আর সেটা নেপালে চীনা নীতি বাস্তবায়নের জন্য সহায়ক হবে।
কে এই অলি
অলি সাধারণ নির্বাচনে ২০১৮ সালে দ্বিতীয়বার জিতে তার সমর্থক পরিধি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। নেপাল ১৩ প্রধানমন্ত্রী এপর্যন্ত ২৫টি সরকার উপহার দিয়েছেন। দুই থেকে আড়াই বছরই বেশিরভাগের আয়ু। দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে অলি সম্প্রতি দাবি করেছিলেন, জাতীয় সংসদের আস্থাভোটে তিনি কেবল ৮৮ ভাগ ভোটই লাভ করবেন না। এমনকি এর বাইরে যারা আছেন, তাদের অধিকাংশ সদস্য তাকেই ভোট দিতে আগ্রহী । কিন্তু শুধু দলীয় বিধিনিষেধের কারণে তারা তাকে ভোট দিতে পারছেন না।
রাজনীতির অলিগলি অলির চেনা। গোড়া থেকেই তার দলের অভ্যন্তরে তার কর্তৃত্ব চ্যালেঞ্জ করার একটা প্রবণতা ছিল। কিন্তু এসব সত্ত্বেও তিনি সবসময়ই নেপালি রাজনীতির জনপ্রিয়তার শীর্ষে আসার চেষ্টা করেছেন। এবং এতকিছুর পরেও সেই ধারাটা হোঁচট খেতে খেতে হলেও এগিয়ে যাচ্ছ।
তার ডাকনাম ধ্রুব। পূর্বাঞ্চলীয় নেপালের ঝাপা এলাকায় তিনি শৈশবে বেড়ে ওঠেন। তিনি মানুষ হয়েছিলেন নানীর কাছে । কারণ স্মল পক্সে তার মা যখন মারা যান, তখন তার বয়স মাত্র ৪। এবং একজন কিশোর হিসেবে ওই অঞ্চলের ‘ঝাপা বিদ্রোহ’ কিংবা কৃষক বিদ্রোহে তিনি আলোচিত হন। সেটা ১৯৬৭ সাল। ভূ–স্বামীদের বিরুদ্ধে কৃষক বিদ্রোহ হয়েছিল । তার বয়স যখন ১৮ তখনই তিনি নাম লিখিয়েছিলেন কমিউনিস্ট পার্টিতে এবং তার পরপরই তিনি জীবনে প্রথম গ্রেপ্তার হওয়ার স্বাদ পান। পরবর্তীকালে তাকে দেখা হয়, তিনি একজন ‘উগ্র জাতীয়তাবাদী।’ এর একটা কারণ হয়তো এই যে, একসময় তিনি বামপন্থী রাজনীতিতে সক্রিয় হন । নেপালি অভিজাত শ্রেণীর বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে সচেষ্ট হন। আর তখন থেকেই বলা শুরু হয় যে, তিনি আসলে ভারতীয় নকশাল আন্দোলন দ্বারা প্রভাবিত হয়েছেন । এবং তিনি অনেকটা ঘনঘন কারাগারে যাওয়া-আসার উপরেই থেকেছেন। জেলজীবন তার রাজনৈতিক ক্যারিয়ারের একটা উল্লেখযোগ্য সময়। হিসেব করলে সময়টা ১৪ বছরের বেশি হবে । এবং তার সহযোগীরা বলছেন,তিনি কারাগারে বসে যে রাজনৈতিক অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, তারই প্রতিফলন ঘটছে প্রধানমন্ত্রী হিসেবে তার দৈনন্দিন কর্মে।
মি. অলিকে জানেন কয়েক দশক ধরে এমন একজন সাংবাদিক তার সম্পর্কে বলেছেন, তিনি যে কারো চেয়ে নিজের উপরই সবথেকে বেশি আস্থা রাখেন। এমনকি কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তিনি যদি একা হন, তাহলেও তিনি তার সংকল্পে অবিচল থাকার চেষ্টা করেন ।
তিনি স্বশিক্ষিত । শিক্ষা নিয়েছেন কারাগারে। কখনো কোন শিক্ষাগত ডিগ্রী নেননি। কিন্তু কারাগারে বসে অধ্যায়ন করেই তিনি দর্শন এবং ইতিহাস শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেন। তিনি ইংরেজি লিখতে পারেন না । কিন্তু বলতে পারেন অনর্গল।

