সমাজের আলো: বিয়ের আড়াই মাস মানে ৭০ দিনের মাথা’য়ই মা হলেন এক নববধূ। বিষয়টি নিয়ে রোববার (৩ জানুয়ারি) সকালেই দুই পরিবারের সদস্যরা চত্বরে একত্র হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে তা’লা’ক সম্পন্ন করা হলে পরে প্রেমিকের সঙ্গে বিয়ে দেয়া হয়।জানা যায়, দুই মাস ১০ দিন আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা গ্রামের এক যুবকের সঙ্গে পারিবা’রিকভাবে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বিয়ে হয়।

