সোহরাব হোসেন সবুজ, কালিগঞ্জ : কালিগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নলতা মানিকতলার আহ্ছানিয়া দরবেশ আলী মেমোঃ ক্যাডেট স্কুল। স্কুল পরিবারের পক্ষ থেকে স্কুলের পরিচালক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজ এবং অধ্যক্ষ খান আলাউদ্দিন নবাগত অফিসারের হাতে ফুল দিয়ে তাকে আন্তরিক অভিবাদন জানান। অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময়কালে স্কুল প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা, সাহিত্য-সাংস্কৃতি বিষয়ে আলোচনা হয়। নবগত ইউএনও যশোর অভয়নগরের কৃতি সন্তান। তার আচার-ব্যবহারে আন্তরিকতা ও বন্ধুসুলভ ব্যক্তিত্বের পরিচয় ফুটে ওঠে। নবাগত অফিসারের যোগদানে অপার সম্ভাবনাময় সাফল্যের স্বপ্ন দেখছে কালিগঞ্জ উপজেলাবাসী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *