সমাজের আলো : ২০১৬ সালের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন থেকে বাদ পড়লেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আল মামুন। ইউনিয়ন পর্যায়ের বর্ধিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী তার নাম বাদ দিয়ে আরও নতুন ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী কাগজপত্র পাঠানো হয়েছে উপজেলা আওয়ামী লীগ অফিসে।
রমজাননগর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হায়াত আলী জানান, গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত বর্ধিত সভায় ৪টি নামের প্রস্তাব আসে। এরা হলেন হায়াত আলী নিজেই, মো: শাহনূর ইসলাম শাহীন, মোঃ আনোয়ারুল হাসান ও মনিন্দ্রনাথ মিস্ত্রী। ইউনিয়ন সভাপতি ফজলুল হক মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় জানানো হয়, বর্তমান চেয়ারম্যান আল মামুন ২০১৬ সালে বিদ্রোহী প্রার্থী হিসাবে জয়লাভ করায় তার নাম দেওয়া হয়নি। তবে নৌকার মনোনয়নপ্রাপ্ত হায়াত আলী গাজী অভিযোগ করে বলেন, আমাদের দেওয়া লিখিত সিদ্ধান্ত পাল্টে ফেলার চেষ্টা চলছে উপজেলা পর্যায়ে। এর পেছনে কয়েকজন নেতার স্বজনপ্রীতির অভিযোগ করেন তিনি।এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন বলেন, তৃণমূল পর্যায়ে গৃহীত সিদ্ধান্ত যথাযথ হয়নি। এজন্য উপজেলা পর্যায়ের সভায় বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে।

