সমাজের আলো।। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি নির্বাচনে অংশ নিতেই এই পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমি ভোট করব। পদত্যাগ করে গিয়ে নির্বাচন করব।’ বিএনপির নমিনেশনের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাব।’ ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি। এই আসনে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি।

