পলাশ কর্মকার, পাইকগাছা খুলনা :
কপিলমুনিতে সামাজিক সংগঠন চলার সাথী’র কমিটি গঠন করা হয়েছে। কমিটির গঠনের লক্ষ্যে সোমবার রাত ৮ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাখেন অধ্যাপক রেজাউল করিম খোকন, রফিকুল ইসলাম মোড়ল, জি এম হেদায়েত আলী টুকু, দেবাশীষ দে, বাবুলাল হালদার, জগদীশ দে, হিমাদ্রি শেখর দে প্রমুখ।
সভায় চলার সাথীর প্রতিষ্ঠাতা শেখ আঃ রহমান কে সভাপতি, হিমাদ্রি শেখর দে কে সাধারণ সম্পাদক ও বাবুলাল হালদার কে কোষাধ্যক্ষ করে একটি কমিটি গঠিত হয়। উক্ত কমিটির নেতৃবৃন্দ একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
