পলাশ কর্মকার, পাইকগাছা (খুলনা) : দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর বিশেষ প্রতিনিধি ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য এম ফসিহউদ্দীন মাহতাব ঢাকা সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)এর সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)পাইকগাছা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছেন চম্পক সাধু।
রবিবার দুপুরে গদাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি পাইকগাছা শাখার সহ-সভাপতি জি এম আসলাম হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন এম ফসিউদ্দীন মাহতাব, উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী আকিমুন নাহার, এনামুল হক, সেলিম রেজা বকুল।
এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, সাংবাদিক জি এম মিজানুর রহমান মিজান,আব্দুল মজিদ, শেখ সেকেন্দার আলী, মোঃ আসাদুল ইসলাম, পলাশ কর্মকার, মানছুর রহমান জাহিদ, ফিরোজ আহম্মেদ, শেখ আব্দুল আলিম,কাজী সোহাগ,শাফিয়ার রহমান,ফারুক হোসেন,
অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাংবাদিক বিভাসেন্দু সরকার, ইউপি সচিব মুহাঃ বেলাল হোসাইন,প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, আজিবর রহমান,মোঃ হাবিবুর রহমান,ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী মোহাম্মদ আনিসুর রহমান মোবারক গাজী এরশাদ আলী আনোয়ার হোসেন প্রমুখ।

