সমাজের আলো।। পাকিস্তানের চালানো এক বিমান হামলায় আফগানিস্তানের তিনজন ক্রিকেটারসহ অন্তত ৪০ জন নিহত হওয়ার পর দেশটির আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আগামী নভেম্বর মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সিরিজটি।News অনুসরণ করুন
ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে, যখন পাকিস্তানি বিমানবাহিনী কান্দাহারের স্পিন বোলদাক জেলার আবাসিক এলাকায় হামলা চালায়। স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, নিহতদের অধিকাংশই ছিলেন নারী ও শিশু। এসিবি এক বিবৃতিতে এই হামলাকে ‘কাপুরুষোচিত ও মানবতাবিরোধী’ বলে আখ্যা দিয়ে নিহতদের স্মরণে সিরিজটি বাতিলের সিদ্ধান্ত নেয়। বোর্ড জানায়, ‘আমাদের খেলোয়াড়, নাগরিক ও ক্রীড়া সম্প্রদায়ের ওপর এই আক্রমণ অকল্পনীয়। শ্রদ্ধা ও প্রতিবাদের প্রতীক হিসেবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
এসিবির বিবৃতি অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন পাকতিকা প্রদেশের উরগুন জেলার তিন ক্রিকেটার — কবির, সিবগাতুল্লাহ এবং হারুন। এ ছাড়া ওই এলাকার আরও পাঁচজন সাধারণ নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। জানা গেছে, তারা প্রাদেশিক রাজধানী শারানায় একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে উরগুনে একটি স্থানীয় জমায়েতে অংশ নেন, যেখানে হামলাটি ঘটে।
