সমাজের আলো : সাতক্ষীরার পাটকেলঘাটায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে পুলিশ দুই নারীসহ ৫জনকে আটক করেছে। বুধরার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা বাজারের গোডাউন রোড খান মরিয়াম মঞ্জিলের চারতলা থেকে তাদের আটক করে জনতা-পুলিশ। আটককৃত দুই নারী হল ডুমুরিয়া উপজেলার নিলুফা ইয়ামিন (৩৩) ও আজিজ শেখের মেয়ে আঁখি মনি (২২)।এসময় ওই বাসা থেকে তালা উপজেলার ধুলন্ডা গ্রামের সুনীল দাশের ছেলে চিরঞ্জিত দাশ (২৭) ও একই এলাকার সুকুমার দাশের ছেলে মিন্টু দাশ (৩৬) এবং খুলনা জেলার বেতাগ্রাম এলাকার তালেব মোড়লের ছেলে কথিত স্বামী ফজর আলী (৩৮)কে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ চার তলা ভবনে ওই দুুই নারী অসামাজিক কাজ করে আসছিল। ইতোপূর্বে এ বিষয়টি বিল্ডিংয়ের মালিককে অবগত করা হয়েছে। কিন্তু তিনি বিষয়টি কর্ণপাত করেননি।
বিষয়টি নিয়ে খান মরিয়াম মঞ্জিলের মালিক খান সুলতান আহম্মদের সাথে কথা বললে তিনি জানান, তারা মা-মেয়ে বাসায় ভাড়া থাকতেন। ঘটনার দিন শুনি তার বাসায় মেয়েকে প্রাইভেট পড়াতে এসেছে দুই জন। তারপর শুনি এই ঘটনা। আমার এ বিষয়ে তেমন কিছু জানা ছিল না। তবে দুইমাস আগে বলেছি তাদের বাসা ছেড়ে দিতে।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক সোলায়মান হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে ২৯০ ধারায় থানায় একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

