পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা খুলনা মহাসড়কে দূর্ঘটনায় আব্দুল্লাহ সানা(৩৬) নামে এক যুবক আহত হয়েছে। আহত আব্দুল্লাহ পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের দাদপুর গ্রামের লিয়াকাত সানার ছেলে ও কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি।প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১টার দিকে একটি পালসার মোটর সাইকেল যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিল আব্দুল্লাহ। এসময় পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারে। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হয়।পরবর্তীতে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সাতক্ষীরার একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করে।পাটকেলঘাটা থানা পরিদর্শক নাজমুল হুদা জানান, সড়ক দূর্ঘটায় বিষয়টি এইমাত্র শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

