সমাজের আলো : আংটি টাকা ও মোবাইল চোরের বিরুদ্ধে ব্যাবস্থ গ্রহন না নেওয়ায় পাটকেলঘাটা থানার এসআই এর বিরুদ্ধে জেলা পুলিশ সুপার বরাবরলিখিত অভিযোগ করা হয়েছে।জানা যায় , গত ২৩শে ফেব্রুয়ারি পারিবারিক বিবাদ মিমাংসার কথা বলে পাটকেলঘাটা থানার কুমিরা ইউপির গৌরীপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে হাসিব হাসান সাংবাদিক মাগফুর রহমানের বাসায় এসে তার ব্যাবহারিক মোবাইল ফোন ও ৩ হাজার টাকা একটি চার আনা ওজনের আংটি চুরি করে নিয়ে যায়।পরদিন ২৪শে ফেব্রুয়ারি নগরঘাটা গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে মাগফুর রহমান বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দিলে সেটি তদন্তের দায়িত্ব পায় এসআই লিটন মল্লিক।চোর হাসিব হাসান,ও চুরি যাওয়া মোবাইল আংটি ক্রেতা, ভুলুর জবানবন্দি ভিডিও রেকর্ড দেওয়ার পরও চোরের বিরুদ্ধে ব্যাবস্থা না নিয়ে করে দুই মাস অতিবাহিত করে।বাদী মামলা করতে চাইলে,এসআই লিটন মল্লিক প্রথমে বাদীকে বলে আংটিও মোবাইলের সমমূল্য টাকা দিয়ে মিমাংসা করে নিবে।কিছুদিন পর বলা হয়,কুমিরা ইউপি চেয়ারম্যান থানায় এসে মিমাংসা করে দিবে।কিন্তু দুইমাস অতিবাহিত হওয়ার পরও ব্যাবস্তা না নেওয়ায় এসআই লিটন মল্লিকের কাছে জানতে চাইলে সে বলে আপনার কাছে প্রমান আছে,কোর্টে গিয়ে একটা মামলা করেন।আমার কাছে চেয়ারম্যান ফোন দিয়ে ছিলো,এজন্য আমার পক্ষে মামলা নেওয়া সম্ভব না।এবিষয়ে সাংবাদিক মাগফুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।বিষয়টি পুলিশ সুপার মহাদয়ের আশু হস্হক্ষেপ কামনা করেছেন সাংবাদিক মাগফুর রহমান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *