সমাজের আলো : প্রচন্ড খরা আর তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী এলাকায় স্থানীয়দের উদ্যোগে নফল নামায অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা চারটার দিকে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের ছোট ভেটখালী ঈদগাহ জামে মসজিদে অনুষ্ঠিত নামায।নামাজে শতাধিক মুসল্লী অংশ নেয়। মাওলানা নুর আলমের পরিচালনায় অনুষ্ঠিত নফল নামায ও দুয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, মাওলানা মোঃ মহসীন আলম, মাওলানা আছাদুজ্জামান, আব্দুল মান্নান কাগুজী, আবুল বাসার প্রমুখ।

 
			 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক