সমাজের আলোঃ পালিয়েছে প্রভাষক মন্মময় মনির। মামলা দায়ের খবর প্রচার হওয়ার সাথে সাথে সে পালিয়ে যায়। পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছেন তাকে গ্রেপ্তার করার জন্য। অভিযান চালিয়েছে কয়েকটি স্থানে। চতুর মন্মময় মনির ফেসবুকে একের পর এক আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করছে মামলা থেকে রক্ষা পেতে ।তার গ্রামের বাড়ি ছয়ঘরিয়া এলাকায় অবস্থান করছে বলে একটি দায়িত্ব শীল সূত্রে জানা গেছে। মনিরের পরিবার সকলে জামাত শিবিরের সাথে জড়িত। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতা ও কবি সেজে বিভিন্ন কাজ করে আসছিল।
অবশেষে আওয়ামী লীগের নেতাকাকে নিয়ে ফেসবুকে মন্তব্য করে ফেঁসে গেছে।মামলা হয়েছে তথ্য ও প্রযুক্তি আইনে।
কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ আলিমুর ইসলাম জানান ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
