সমাজের আলো : ডিএমপি’র খাতায় ঢাকায় রয়েছে কিশোর গ্যাংয়ের ৫১ গডফাদার। ডিএমপি’র ৮ বিভাগে রয়েছে ৭৮টি গ্যাং। এর সদস্য সংখ্যা প্রায় ২০০০। কিশোর গ্যাং সদস্যদের রয়েছে এলাকাভিত্তিক গডফাদার। এদের বেশির ভাগই রাজনৈতিক দলের নেতা ও কর্মী। আছেন ওয়ার্ড কাউন্সিলরও। পুলিশের প্রস্তুত করা একটি ডাটাবেজ মানবজমিনের হাতে এসেছে। এতে দেখা গেছে, কিশোর গ্যাংয়ের গডফাদার রয়েছে আওয়ামী লীগের ১১ জন, ছাত্রলীগের ১৬ জন, স্বেচ্ছাসেবকলীগের ৫ জন, ওয়ার্ড কাউন্সিলর ৪ জন, যুবলীগের ৭ জন, বিএনপি’র ১ জন, যুবদলের ১ জন, শ্রমিক লীগের ১ জন এবং রাজনৈতিক পরিচয় নেই এলাকায় প্রভাবশালী এমন ৫ জন।
গডফাদররা কিশোর গ্যাংকে অর্থ, দেশীয় অস্ত্র সরবরাহ করে। এছাড়া সকল অপরাধ করতে উৎসাহ দেয়। তাদের নজরদারিতে রেখেছে পুলিশ। এছাড়াও কিশোর গ্যাং এর সঙ্গে জড়িত টিম লিডাররাও নজরদারিতে রয়েছেন।

