সমাজের আলো : তুলনামূলক কম খরচে বিশ্বমানের চিকিৎসা দেওয়াই ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মূল লক্ষ্য।দেশে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র। এসব কেন্দ্রে সুচিকিৎসা পেয়ে রোগীদের স্বাভাবিক জীবনে ফেরার যেমন ঘটনা আছে, তেমনি অব্যবস্থাপনা ও অপচিকিৎসার অভিযোগও বিস্তর।
এমন বাস্তবতায় মাদকে আসক্ত ব্যক্তিদের বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ‘ওয়েসিস মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র’ নামের একটি প্রতিষ্ঠান। এর পরিচালনায় রয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।জানানো হয়, ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে রিভারভিউ আবাসিক এলাকার এ কেন্দ্রে শয্যা আছে ৬০টি। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), একদল দক্ষ কর্মী বাহিনী, স্বনামধন্য টেকনিশিয়ান ও বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রচেষ্টায় এটি গড়ে উঠেছে।
মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রটি চলবে পুলিশের ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হাবিবুর রহমানের তত্ত্বাবধানে। এর পরিচালক হিসেবে থাকবেন পুলিশ সুপার (এসপি) ডা. এস এম শহীদুল ইসলাম।কেন্দ্রটি যে সাততলা ভবনে অবস্থিত, সেটির মালিক আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। তাদের কাছ থেকে ভবনটি ভাড়া নিয়েছে পুলিশ।তুলনামূলক কম খরচে বিশ্বমানের চিকিৎসা দেওয়াই এ কেন্দ্রের লক্ষ্য। ১ অক্টোবর থেকে এতে রোগী ভর্তি শুরু হচ্ছে।
