সমাজের আলো: পুলিশের বিরুদ্ধে সাধারণত তিনভাবে মাদকের সঙ্গে জড়িত হবার অভিযোগের কথা শোনা যায় বাংলাদেশের মাদারীপুরের স্থানীয় নির্বাচনের এক প্রার্থী সেখানকার পুলিশ সুপারের বিরুদ্ধে তার ইচ্ছের বিরুদ্ধে গাড়িতে তুলে ঢাকায় নিয়ে আসার অভিযোগ তোলার দুদিন পর এখন নিজেই বলছেন. এ নিয়ে আর “কথা বলতে চান না তিনি।” অভিযোগে বলা হয়েছিল, মাদারীপুরের কালকিনিতে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদের একজন স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমানকে তার ইচ্ছের বিরুদ্ধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎ করাতে গাড়িতে তুলে ঢাকায় নিয়ে আসেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এ অভিযোগ অস্বীকার করছেন। পুলিশের গাড়িতে যাবার পর মশিউর রহমান নিখোঁজ হয়েছেন বলে মাদারীপুরে গুজব ছড়ায় – ব্যাপারটি সংঘর্ষ ও মামলা পর্যন্ত গড়ায়। অভিযোগটি মশিউর রহমান নিজেই তুলেছিলেন – যা স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এর পর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের প্রসঙ্গটি আবারও সামনে চলে আসে। কিন্তু এখন মি. রহমান – যিনি কালকিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি – বলছেন, তিনি “এক ধরনের আশঙ্কা থেকে” বিষয়টি আর পুনরায় উল্লেখ করতে চান না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *