সমাজের আলো : সৌদি আরব থেকে বহু দিন পর দেশে ফেরা রাকিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে লাগেজ হারিয়ে ফেলেন, যেটিতে টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিল। এমন পরিস্থিতিতে কান্নায় ভেঙে পড়েন নড়াইলের বাসিন্দা রাকিব। যে কান্নার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে লাগেজটি চুরি যায়নি, অন্য একজন নিজের লাগেজ রেখে ভুল করে রাকিবের লাগেজটি নিয়ে গিয়েছিলেন বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সৌদি প্রবাসী রাকিবের লাগেজটি উদ্ধার করা হয়েছে। আসলে তার লাগেজটি চুরি হয়নি। ভুলে অন্য একজন রাকিবের লাগেজটি নিয়ে গিয়েছিলেন এবং নিজের লাগেজটি রেখে গিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে রাকিবের লাগেজ উদ্ধারে তৎপরতা শুরু করে এপিবিএন। ঘটনার সময় ও ঘটনার পরবর্তী সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে লাগেজটি উদ্ধার করা হয়।

চাঞ্চল্যকর ও বহুল আলোচিত অপরাধ দমনে ও অপরাধী শনাক্তকরণে ‘এনালগ সিস্টেম’ থেকে ‘ডিজিটাল সিস্টেমে’ চলে গেছে পুলিশ। নির্ভুল অপরাধী শনাক্তকরণ ও গ্রেফতারে মুখ্য ভূমিকায় রয়েছে ‘সিসি টিভির ফুটেজ’ ও ‘মোবাইল ফোনের কললিস্ট’। এ ছাড়াও অপরাধ তদন্তে মোবাইল এ্যাপ্লিকেশন, ভেহিক্যাল থ্যোফট এ্যান্ড রিকভারি ডাটাবেজ, মেটাল ডিটেক্টর, ডিজিটাল সার্ভিল্যান্স ক্যামেরা, ডিএনএ টেস্ট, কলটেকিং, ওয়াকিটকি ইলেক্ট্রনিক্স ট্রাফিক সাইন বোর্ড, মোবাইল ট্র্যাকিং প্রযুক্তি সেবার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও দমন উভয়ই করা সহজ হচ্ছে। ই-পুলিশ সিস্টেম নিয়ে কাজ করছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে।

প্রায় ১৩ বছর সৌদি আরবে ছিলেন নড়াইলের কালিয়া থানা এলাকার বাসিন্দা রাকিব। ভিসা না থাকায় গত ২৭ জানুয়ারি সৌদি আরব থেকে দেশে ফেরেন। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই হারিয়ে ফেলেন লাগেজ ও মূল্যবান সামগ্রী। লাগেজে সাড়ে ৭ লাখ টাকা সমমূল্যের চেক ছিল বলে দাবি করেন রাকিব। লাগেজটি হারানোর পর অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে এপিবিএন অফিসে যোগাযোগ করেন রাকিব। এপিবিএন জানায়, এর মধ্যেই রাকিবের কান্নাজড়িত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে রাকিব বলেন, বিমানবন্দরের বাইরে থেকে চুরি হলে ভিন্ন কথা ছিল। কিন্তু লাগেজটি বিমানবন্দরের ভেতর থেকে হারিয়ে যায়। চার বছর পর দেশে আসছি। লাগেজের ভেতর ব্যাংকের সাতটি চেক ছিল, তাতে বাংলাদেশী টাকায় সাড়ে সাত লাখ টাকা আছে। সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে খোয়া যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই লাগেজটি উদ্ধার করে রাকিবের হাতে তুলে দিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *