সমাজের আলো : বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।আজ বুধবার বেলা ১০ টার সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি একে ফজলুল হক ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো.নজরুল ইসলামের নেতৃত্বে সাতক্ষীরা শহরের খুলনা রোড়ের মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাহানা হামিদ, শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ও আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, শিক্ষা সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদস্য এসএম শওকত হোসেন, এড. সৈয়দ জিয়াউর রহমান, মুন্নি, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান প্রমুখ।
বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেরা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা শুরু হয়েছে।

