সমাজের আলোঃ সাতক্ষীরা জেলা করোনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আন্তঃজেলা ও উপজেলা সীমান্ত প্রবেশ দ্বারে সার্বক্ষণিক  চেকপোস্ট বসানো হয়েছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও অন্যান্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এনজিও কর্মী স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি  দায়িত্ব পালন করবেন। নিষেধাজ্ঞা ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
তিনি আরো বলেন, এ মুহূর্তে দেশের কোন জেলা থেকে কেউ এ জেলায় না আসেন সে বিষয়ে  সম্মানিত জেলাবাসী আপনাদের ভূমিকা রাখতে হবে। আপনারা তাদের জানিয়ে দিন জেলা করোনা প্রতিরোধ কমিটির এ সিদ্ধান্তের কথা।  নিজের  স্বার্থেই  এ দায়িত্ব পালন করুন। আপনি ভালো থাকলে জেলা ভালো থাকবে। সম্মিলিত উপায়ে করোনা যুদ্ধে জয়ী  হতে হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে শুক্রবার (১৫ মে) সকাল ৯ টা থেকে লাবসা বাইপাস সড়কের চৌরাস্তা মোড়ে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। ইতিপূর্বে ১৪ই মে জেলা প্রশাসক মহাদ্বয়ের ব্যবহারিত ফেসবুক আইডি থেকে এবিষয়ে একটি প্রেস নোট প্রকাশ করা হয়। এসময় মোবাইল টিমের সদস্য সাংবাদিক ইয়ারব হোসেন ও সেচ্ছাসেবকগন ঢাকা থেকে আগত যাত্রীবাহী একটি পিকআপ আটক করেন।  পরবর্তীতে ডিসি এস এম মোস্তফা কামাল সেখানে উপস্থিত হন এবং আটক সবাই কে ঝাউডাঙ্গা কলেজে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ দেন।  পরবর্তীতে সৈয়দপুর থেকে আগত একটি প্রাইভেটকার আটক করা হয় সেখানে কয়েকজন নিজেদের রেল কর্মকর্তা পরিচয় দেন তাদেরকেও হোম কোয়ারেন্টাইন এ পাঠানোর জন্য যুবউন্নয়ন ভবনে নিয়ে যাওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর থানার পুলিশ, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, এবং চেকপোস্ট এর দায়িত্ব পাওয়া সেচ্ছাসেবক সাংবাদিক সরদার আবু সাইদ, মহিদুজ্জামান, রায়হান আহমেদ, তুহিন রানা, মাসুদ রানাসহ এনজিও কর্মী ও সেচ্ছাসেবকগন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *