সমাজের আলোঃ বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে ৩৪ জন মারা যাওয়ার বিষয়টি হত্যাকাণ্ড প্রমাণিত হলে হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

লঞ্চডুবির ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন নিয়ে মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ মর্নিং বার্ড দুর্ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হলে এ সংক্রান্ত অবহেলাজনিত মামলাটি ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারা হিসেবে বিবেচিত হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *