সমাজের আলো: পাঁচ ভাইয়ের মধ্যে সালাহউদ্দিন কামরুল দ্বিতীয় আর চতুর্থ নেজামউদ্দিন মুন্না। চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর সরাইপাড়া বারো কোয়ার্টার এলাকায় তিনতলা পৈত্রিক বাড়ির দ্বিতীয় তলায় বাস করেন কামরুল। ছোট ভাই মুন্না থাকেন ওই বাড়িরই পাশের একটি কক্ষে। এই বাড়ি নিয়েই দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে চলছিল উত্তেজনা। তাদের মা জিন্নাত আরার অভিযোগ, বিরোধের জেরে মুন্নাকে দীর্ঘদিন ধরে খুনের চেষ্টা করছিলেন কামরুল। এ জন্য মুন্নার দিকে নজর রাখতে তিনি বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরাও লাগান। কিন্তু শেষ পর্যন্ত ছেলেকে বাঁচাতে পারেননি। গতকাল বুধবার চট্টগ্রামে সিটি নির্বাচনের ডামাডোলের মধ্যে সকাল ৮টার দিকে বারো কোয়ার্টার এলাকায় মুন্নাকে ছুরিকাঘাতের পর গলা কেটে হত্যা করে কামরুল ও তার সঙ্গীরা। জানা গেছে, নিহত মুন্না নগরীর ১২ নম্বর ওয়ার্ড বারো কোয়ার্টারপাড়া এলাকার আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহমেদের নির্বাচনী এজেন্ট ছিলেন।

