সমাজের আলোঃ কাজের মেয়েকে নির্যাতনের সচিত্র প্রতিবেদন দৈনিক সমাজের আলো অনলাইন নিউজ পোর্টাল এ প্রকাশ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত  ইঞ্জিনিয়ার খালিদ সাইফুল্লাহ কে  আটক করেছে পুলিশ।ঘটনার বিবরনে জানা যায় সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার পাটকেলঘাটা গ্রামের ডাঃ  বরকতউল্লাহর ছেলে ইঞ্জিনিয়ার খালিদ সাইফুল্লাহ এর  কাজের মেয়ের র উপর তার স্ত্রী লাবণী গত ২৫ মে তার বাড়ির গৃহপরিচারিকা হামিদা খাতুন রাণী (১৩) কে পিটিয়ে জখম করে। এ ঘটনায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সমাজের আলোয় সচিত্র প্রতিবেদন ও ভিডিও প্রতিবেদন প্রকাশ হয়।এ ঘটনায় খালিদ সাইফুল্লার মা রওশানার বেগম মঙ্গলবার (২৬ মে) বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা দ্বায়ের করেন। মঙ্গলবার  সন্ধায় তাকে বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।সরেজমিন সমাজের আলোর  অনুসংন্ধানে জানা যায়,আহত রানী যশোর মা মরা এতিম হামিদা খাতুন রাণী (১৩) কে তার মায়ের মৃত্যুর পর পাটকেলঘাটার ডাঃ বরকতউল্লাহর স্ত্রী রওশনআরা পাটকেলঘাটায় এনে নিজের সন্তানের মত বাড়িতে লালন পালন করতেন। তার বড় ছেলে ইঞ্জিনিয়ার খালিদ সাইফুল্লাহ ও তার স্ত্রী লাবণী আক্তার প্রায় রাণীকে শারিরিক ও মানসিক টর্চার করে আসছিল। ঘটনার দিন সকালে রানীর দরজা খুলতে দেরী হলে রাণীকে সাইফুল্লাহ ও তার স্ত্রী পিটিয়ে মারাত্মক  আহত করে। পরবর্তীতে সাইফুল্লাহর মা আহত অবস্তায় রানীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে রানী সাতক্ষীরায় সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এই ঘটনায় খালিদ সাইফুল্লাহর মা রওশন আরা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দ্বায়ের করেছেন। মামলা নং-৫। আসামী খালিদ সাইফুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *