সমাজের আলোঃ করোনা উপসর্গ ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে তারা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা যান। শনিবার দুপুরে একজনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার করোনা আক্রান্ত নজরুল ইসলাম (৭৫) ও যশোর জেলার শার্শা উপজেলার বাগআচড়া গ্রামের ঈসমাইল হোসেন (৬০)। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা যান। সদর উপজেলার রেইউ গ্রামের বজলুর রহহমান ( ৬৮}।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, গত ১০ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন বৃদ্ধ নজরুল ইসলাম। পরদিন তার নমুনা সংগ্রহ করে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। গতকাল শুক্রবার সকালে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর আজ ভোরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে, শনিবার ভোরে করোনার উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন বাগআচড়ার ঈসমাইল হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল সাড়ে ৯ টার দিকে মারা যান। তার নম
অপরদিকে সদর উপজেলার রেইউ গ্রামের বজলুর রহমান জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে ছিল।দুই দিন আগে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি জন্য বলা হয়। কিন্তু তিনি বাড়িতে চলে যান ।শনিবার দুপুরে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যরাও জ্বর ও শ্বাসকষ্ট ভুগছে।

