সমাজের আলো : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বৌরতলা দাখিল মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে কেকের পরিবর্তে পাউরুটি কেটে। এ ঘটনাকে বঙ্গবন্ধুর প্রতি ব্যঙ্গাত্মক আক্রমণ বলে মনে করছেন এলাকাবাসী।বুধবার সকালে জন্মবার্ষিকীর অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক ভাবে তুলে ধরা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই মাদ্রাসার সুপার আব্দুল সালাম (৫৫) ও সহকারী শিক্ষক গোলাম কবির কে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।এ ব্যাপারে বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান লালু এবং সাধারণ সম্পাদক ইউনুস আলী জানান, এটা একটা ন্যাকারজনক ঘটনা। জন্মবার্ষিকী পালন করবে সেটা আলাদা বিষয় কিন্তু ব্যঙ্গাত্মক ভাবে পালন করতে কেউ পারে না। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেন তারা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *