সমাজের আলো : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন ছিল ভাস্কর্যটি। ভাঙচুরের ফলে ভাস্কর্যটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর জেলার অন্যান্য ভাস্কর্যের সুরক্ষায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত। তিনি বলেন, ‘ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে রাত দুইটার দিকে দুজন ভাস্কর্য ভাঙচুর করছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।

