সমাজের আলো : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইন শৃঙ্খলাবাহিনীকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে নোয়াখালীর চাটখিলে আবদুল করিম পাটোয়ারী মিন্টু (৩৫) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে রামনারায়ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবদুল করিম পাটোয়ারী মিন্টু রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ও ওই এলাকার বাসিন্দা।

