সমাজের আলো : ঌ২০১০ সালের ২৩ জুলাই শ্যামনগরের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরাবাসীর দাবি পূরণে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাতক্ষীরায় মেডিক্যাল কলেজ হবে। নির্মাণ করা হবে বাইপাস সড়ক। ভোমরা বন্দরকে স্থলবন্দরে উন্নীত করা হবে। সাতক্ষীরাবাসীর সেই স্বপ্ন আর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের বাস্তবায়ন ও উন্নয়ন কর্মযজ্ঞ সাতক্ষীরার ২৫ লাখ মানুষের চিকিৎসার ভরসা স্থল হিসেবে এখন ব্যবহার হচ্ছে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল। মহামারী করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এই হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে এখন ব্যবহার করা হচ্ছে। আর ১৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১২ দশমিক ৩০ কিলোমিটার বাইপাস সড়কটি এখন ভোমরা বন্দরের সঙ্গে দেশের অন্যান্য জেলার যোগাযোগের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে। নির্মাণ করা হয়েছে বহুতল বিশিষ্ট সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন। জলাবদ্ধতা নিরসনে খনন করা হয়েছে কপোতাক্ষ নদ। চলমান রয়েছে ৪৭৫ কোটি টাকার বেতনা, মরিচ্চাপ নদী খননসহ ৮২টি খাল খনন প্রকল্প।সাতক্ষীরা জেলার পূর্বে খুলনা জেলা, উত্তরে যশোর জেলা, পশ্চিমে চব্বিশ পরগনা (ভারত) জেলার বশির হাট মহকুমা এবং দক্ষিণে বঙ্গোপসাগর ও সুন্দরবন। সাতক্ষীরা জেলা উত্তর দক্ষিণে লম্বা। জেলার আয়তন ৩,৮৫৮.৩৩ বর্গকিমি। এর মধ্যে দক্ষিণাঞ্চলের এক-তৃতীয়াংশ ভূমি সুন্দরবনের অন্তর্ভুক্ত। সাতক্ষীরার অংশে সুন্দরবনের অংশ ১৪৪৫.১৮ বর্গকিমি। আর এই সুন্দরবন ঘিরেই বাস্তবায়িত হতে যাচ্ছে পর্যটন শিল্প।স্বাধীনতা পরবর্তী সময়ে সাতক্ষীরার উন্নয়নের মাইলফলক হিসেবে চিহ্নিত এই সরকারের সময়েই যত উন্নয়ন কর্মযজ্ঞ। ২০১১ সালে ভাড়া প্রতিষ্ঠানে চালু হওয়া সাতক্ষীরা মেডিক্যাল কলেজটি নিজস্ব ভবনে যাত্রা শুরু করে ২০১৫ সালে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হকের সময়ে এই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উন্নয়ন ও বাস্তবায়ন কাজ শুরু হলেও এটি উদ্বোধন করেন প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম ২০১৫ সালের ৪ এপ্রিল। সাতক্ষীরা বাসির বহু প্রত্যাশার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত সাতক্ষীরা বাইপাস উদ্বোধন করা হয় ২০১৯ সালে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা বাইপাস সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সড়কটির সংযোগ সাতক্ষীরা খুলনা সড়কের বিনেরপোতা থেকে এসে মিশেছে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের সামনে সাতক্ষীরা কালিগঞ্জ সড়কে।সাতক্ষীরার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ॥ সাতক্ষীরা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং সাতক্ষীরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকা-ের তথ্য জানাতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টাম-লীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক বলেন, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সাতক্ষীরার উন্নয়নে এই সরকারের একটি মাইলফলক। সাধারণ চিকিৎসা সেবার পাশাপাশি এই মেডিক্যালের মধ্যেই চালু হতে যাচ্ছে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার। ইতোমধ্যে এর জন্য পৃথক ভবন নির্মাণ করা হয়েছে। সাতক্ষীরাবাসীর পাশাপাশি এখন যশোর ও খুলনা থেকেও রোগীরা সাতক্ষীরা মেডিক্যালে আসেন চিকিৎসাসেবা নিতে। চলমান কোভিড চিকিৎসা নিতে সাতক্ষীরার পাশাপাশি যশোর, খুলনা থেকেও রোগীরা এখানে চিকিৎসা নিচ্ছেন। আর এখানেই স্থাপিত আরটিপিসি ল্যাবেই সাতক্ষীরা, যশোর, নড়াইল ও মাগুরা জেলার করোনা পরীক্ষার ব্যবস্থা চলছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে নির্মিত সাতক্ষীরা মেডিক্যাল কলেজটি সব থেকে বেশি পরিসরে নির্মিত হয়েছে।সাতক্ষীরা মেডিক্যাল কলেজের পাশাপাশি দেশের এই প্রথম সাতক্ষীরার নলতায় সরকারীভাবে স্বাস্থ্য সেবায় দুটি সংগঠন এক সঙ্গে চালু হয়েছে। একটি আইএসপি ম্যাট ও ইনস্টিটিউট অব হেলথ টেকনলজি। এখানে মেডিক্যাল এসিসটেন্টরা প্রশিক্ষণ নিয়ে থাকেন। এছাড়া চালু করা হয়েছে দুটি ১০ বেডের হাসপাতাল। সাতক্ষীরা বাইপাস সড়কের পাশাপাশি আশাশুনিতে উপজেলা পর্যায়ে বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে। বাস্তবায়নের প্রক্রিয়ার রয়েছে সাতক্ষীরা থেকে সুন্দরবন পর্যন্ত ৪ লেনের সড়ক নির্মাণ প্রকল্প। ইপিজেড চালুর প্রস্তাবনা রয়েছে মন্ত্রণালয়ে। পরিকল্পনায় রয়েছে হাইটেক পার্ক নির্মাণ। সরকারীকরণ করা হয়েছে শ্যামনগর ও কলারোয়ার দুটি কলেজ।জলাবদ্ধতা নিরসনে কপোতাক্ষ খনন প্রকল্প ॥ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান জানান তিনি এমপি ও রেলওয়ের স্থায়ী কমিটির সভাপতি থাকাকালীন সময়ে সাতক্ষীরার উন্নয়নে কপোতাক্ষ খনন ছিল এই সরকারের আরেকটি প্রতিশ্রুত উন্নয়নের মাইলফলক। ২০০০ সালের ভয়াবহ বন্যার পর থেকে প্রতিবছরই সাতক্ষীরার তালা কলারোয়া ও যশোর অঞ্চলের কপোতাক্ষ অববাহিকার ২০ লাখ মানুষ জলাবদ্ধার শিকার হয়ে মানবেতর জীবন যাবন করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতিতে কপোতাক্ষ খননে দুইশ’ ৬২ কোটি চুরাশি লাখ ৫০ হাজার টাকা খরচে কপোতাক্ষ নদ প্রথম পর্যায়ে খনন করা হয়। শালিখা নদী সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে খনন করে ৬টি ইউনিয়নকে বন্যার হাত থেকে রক্ষা করা হয়। খনন করা কপোতাক্ষ নদে নাব্য রক্ষায় বাস্তবায়ন করা হয় টিআর এম প্রকল্প। কপোতাক্ষ খননের ফলে গত কয়েক বছর এই অববাহিকার মানুষ এখন জলাবদ্ধতার অভিশাপ থেকে মুাক্তি পেয়েছে। কপোতাক্ষ নদের ওপর নির্মাণ করা হয়েছে ৪টি ব্রিজ। শুধু তালা-কলারোয়ায় ১৩টি সাইক্লোন সেল্টার নির্মাণ করা হয়েছে। সাতক্ষীরা খুলনা সড়কের বিনের পোতায় নির্মাণ করা হয়েছে টিটিসি ভবন (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার)। বাইপাস সড়ক হয়েছে। তালতলায় নির্মাণ করা হয়েছে বহুতল বিশিষ্ট যুব কমপ্লেক্স ভবন। যশোরের নাভারন থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত রেললাইন স্থাপনের জন্য ফিজিবিলিটি কাজ শেষ হয়েছে।

