সমাজের আলো : সরকার কর্তৃক মদের লাইসেন্স প্রদান ঘোষণার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা শহরের তালতলা-মিলবাজার এলাকায় এই মিছিল-সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর জামায়াতের আমীর ওমর ফারুক। তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দাবি করেন তিনি তাহাজ্জুতের নামাজ পড়েন। ঘুম থেকে উঠে কোরআন পড়েন। আবার মদের লাইসেন্স দিয়ে সরকার গোটা জাতিকে বেসামাল করতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’সমাবেশে জামায়াত নেতা জাহিদুর রহমানসহ সাতক্ষীরা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ-মিছিল ও সমাবেশের বিষয়ে জামায়াত নেতা জাহিদুর রহমান বলেন, ‘পরবর্তীতে বড় ধরনের প্রতিবাদ সমাবেশ করা হবে। আমরা এখনই বিষয়টি নিয়ে বিস্তারিত মিডিয়ায় জানাতে চাই না।’জেলার বিভিন্ন স্থানে জামায়াত-শিবির নেতাকর্মীরা সক্রিয় হয়েছে। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের নাম করে সংগঠনটি নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছে।

জানা গেছে, আগামী ৪ মার্চ তালা ফুটবল মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। তালা আদর্শ যুব সংঘ নামের একটি সংগঠন জামায়াত-শিবির নেতাসহ এলাকার কিছু তরুণদের একত্রিত করে আয়োজন করছে এই ওয়াজ মাহফিলটি। সেখানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় দুই নেতা। এ ছাড়া ওয়াজ মাহফিলের নামে উত্তোলনকৃত টাকার একটি বড় অংশ দিচ্ছেন এক শিবির নেতা।
সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু হামেদ বলেন, ‘নিষিদ্ধ দল জামায়াত সাতক্ষীরায় সক্রিয় অবস্থানে রয়েছে। বর্তমানে তারা ওয়াজ মাহফিলের আয়োজনের নাম করে কর্মীদের সক্রিয় করছে।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *